] Online Bangla News: ৪৬ জন নেবে কৃষি মন্ত্রণালয়

Monday, February 25, 2019

৪৬ জন নেবে কৃষি মন্ত্রণালয়

কৃষি মন্ত্রণালয় বিভিন্ন গ্রেডে ছয়টি পদে ৪৬ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পদের নাম: সরেজমিনে তদন্তকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকারসহ অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদ সংখ্যা: ছয়টি পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/ কৃষি অর্থনীতি/ গণিত/ অর্থনীতি/ পরিসংখ্যান বা বাণিজ্যে স্নাতক/ সমমান পাসসহ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: প্রার্থীদের অনলাইনের (http://moa.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, বিকেল ৫টা।

No comments:

Post a Comment