] Online Bangla News

Monday, February 25, 2019

ঘরপালানো দুই বোনের রাষ্ট্রহীন জীবন!

হংকংয়ে পালিয়ে বেড়ানো সৌদি আরবের দুই বোনের দিন কাটছে এখন প্রত্যাবাসন আতঙ্কে।

সৌদি আরবে নিজ পরিবার কর্তৃক ক্রমাগত শারীরিক নির্যাতন ও পুরুষ সদস্যদের কাছে বন্দী জীবন থেকে বাঁচতে প্রায় ছয় মাস আগে তাঁরা অস্ট্রেলিয়ার উদ্দেশে পালিয়েছিলেন। মাঝ যাত্রাপথে হংকংয়ে তাঁদের বাধা দেন সৌদি কূটনৈতিক কর্মকর্তারা। তাঁদের অস্ট্রেলিয়াগামী ফ্লাইট বাতিল করা হয়। গত নভেম্বরে তাঁদের পাসপোর্ট বাতিল করে সৌদি কর্তৃপক্ষ। তখন থেকে তাঁরা রাষ্ট্রহীন জীবন কাটাচ্ছেন হংকংয়ে।

Online Bangla Newsহংকংয়ের অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, তারা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ওই দুই বোনকে। এরপর তাঁদের হংকং থেকে বের করে দেওয়া হবে।

ওই দুই বোন নিজেদের রিম (২০) ও রাওয়ান (১৮) নামে বার্তা সংস্থা এএফপিকে পরিচয় দিয়েছেন। তবে এগুলো তাঁদের ছদ্মনাম। তাঁরা এএফপিকে তাঁদের জীবনের গল্প বলেছেন।
সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন রিম। লেখক হতে চাওয়া এই তরুণী বলেন, সাহিত্য তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ব্রিটিশ-ভারতে জন্মগ্রহণকারী ইংরেজ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের উপন্যাস নাইনটিন এইটি ফোর তাঁর প্রিয় বই। রিম বলেন, ‘এটা একটা সায়েন্স ফিকশন। কিন্তু এটা সৌদি আরবে বাস্তবে ঘটছে। আপনার সমস্ত জীবন সরকার নিয়ন্ত্রণ করছে।’
কেন পালালেন?

রিয়াদের একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন রিম ও রাওয়ান।

অতিরক্ষণশীল সৌদি আরবে নারী হিসেবে জীবনের কোনো স্বাধীনতা ছিল না বলে জানান দুই বোন। সৌদি আরবে থাকাকালে পরিবারের পুরুষ সদস্যরা তাঁদের প্রতিনিয়ত নির্যাতন করতেন। তাঁরা বলেন, যখন ছোট ছিলেন, তাঁদের বাবা তাঁদের মারধর করতেন। যখন বড় হলেন, মারধর করা শুরু করলেন তাঁদের ভাইয়েরা। ঘুম থেকে দেরি করে ওঠার মতো ছোট ছোট অপরাধের জন্য তাঁরা মারধর করতেন। বাবা ও ভাইদের কিছু বলতেন না বলে জানান তাঁরা।
এমনকি তাঁদের ১০ বছর বয়সী ছোট ভাইও তাঁদের মারধরে অংশ নিত বলে জানান এই দুই তরুণী। রিম বলেন, ‘সে শুধুই একজন শিশু ছিল। কিন্তু এসব সে শিখেছে বড় ভাই ও বাবাকে দেখে। এমনকি তার চারপাশের সব পুরুষকে দেখে। সে শিখেছে, এটাই পুরুষ হওয়ার সঠিক পথ এবং নারীদের সঙ্গে এভাবেই আচরণ করতে হয়।’
কীভাবে পালালেন?
দুই বোন সিদ্ধান্ত নেন, তাঁরা বাড়ি ছেড়ে বিদেশে পালাবেন। দুই বছর ধরে তাঁরা পরিকল্পনা আঁটতে থাকেন। এ সময় অস্ট্রেলিয়ার ভিসা করে রাখেন তাঁরা। এরপর পালানোর সুযোগ এল। গত সেপ্টেম্বরে রাওয়ানের ১৮তম জন্মদিনে পরিবার শ্রীলঙ্কায় ছুটি কাটাতে এল। এ সময় তাঁদের পাসপোর্ট বাবা-মায়ের ব্যাগে ছিল। বাবা-মা যখন ঘুমাচ্ছিলেন, দুই বোন তাঁদের পাসপোর্ট নিয়ে কলম্বো থেকে হংকংয়ের ফ্লাইটে চেপে বসেন।
হংকংয়ে অপেক্ষা করছিল বিপদ

হংকং বিমানবন্দরে কিছু অচেনা লোক তাঁদের যাত্রাবিরতিতে আটক করেন।

তাঁদের অস্ট্রেলিয়াগামী ফ্লাইট বাতিল করান। একজন রিয়াদগামী উড়োজাহাজে তাঁদের কৌশল করে বসাতে চেষ্টা করেন। কিন্তু তাঁরা সেখান থেকে পালাতে সক্ষম হন। পরে জানতে পারেন, ওই লোক হংকংয়ে সৌদি আরবের কনসাল জেনারেল ছিলেন।
গতিবিধি ট্র্যাক করা হয়েছে
দুই বোন সন্দেহ করছে, তাঁদের বাবা আবশের অ্যাপ দিয়ে তাঁদের গতিবিধি ট্র্যাক করেছেন। আবশের একটি বিতর্কিত মুঠোফোন অ্যাপ। সৌদি আরবে এর মাধ্যমে পরিবারের পুরুষ সদস্যরা নারী সদস্যদের ওপর নজরদারি করেন। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা রন ওয়াইডেন এর সমালোচনা করে গুগল ও অ্যাপলকে তাদের স্মার্টফোন থেকে এই অ্যাপ সরিয়ে ফেলার আহ্বান জানান।
হংকং-এ বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকারে সৌদি দুই বোন রিম ও রাওয়ান। প্রায় ছয় মাস আগে পরিবার ছেড়ে পালিয়েছেন তাঁরা। তাঁরা সৌদি আরবে ফিরতে চান না। রাজনৈতিক আশ্রয় চান তৃতীয় কোনো দেশে।
হংকং-এ বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকারে সৌদি দুই বোন রিম ও রাওয়ান। প্রায় ছয় মাস আগে পরিবার ছেড়ে পালিয়েছেন তাঁরা। তাঁরা সৌদি আরবে ফিরতে চান না। রাজনৈতিক আশ্রয় চান তৃতীয় কোনো দেশে।
দুই বোন বলেন, তাঁদের পাসপোর্টের তথ্য অ্যাপে দেওয়া ছিল। তাঁরা যে ফ্লাইট বুক করেছেন, সেটি ট্র্যাক করতে সক্ষম হয়েছেন তাঁদের বাবা। তাঁরা বলেন, তাঁদের চাচার সরকারি যোগাযোগ রয়েছে। হয়তো তিনি কনস্যুলার কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন।
দুই বোন হংকংয়ে গত ছয় মাসে নিরাপত্তা শঙ্কায় ১৩ বার অবস্থান বদল করেছেন। হোটেল, হোস্টেল, ভাড়া বাসা, এমনকি নৌকাতেও এক রাত কাটিয়েছেন তাঁরা। ইনস্ট্যান্ট নুডলস ও টোস্ট খেয়ে এক মাস কাটিয়েছেন। তাঁরা ভয় পাচ্ছেন, তাঁদের অপহরণ করা হতে পারে। সৌদি আরবে নিয়ে গিয়ে তাঁদের খুন করা হতে পারে, অথবা তাঁদের জোর করে চাচাতো ভাইদের সঙ্গে বিয়ে দেওয়া হতে পারে।
প্রায় দেড় মাস আগে ১৮ বছর বয়সী সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুন সৌদি আরব ছেড়ে পালিয়ে বিশ্বে হইচই ফেলে দেন। তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন।

মসজিদে ঢুকে পড়ল ট্রাক, বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত


চট্টগ্রামের সীতাকুণ্ডে

 সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র। আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ফরিদ ফজরের নামাজ শেষ করে বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মসজিদে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়। নিহত ফরিদের বাড়ি চকরিয়ার রায়পুর স্টেশন এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ফরিদ কুমিরার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে নিশ্চিত করেছেন সেখানকার প্রভাষক জিয়াউর রহমান।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ির চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও আটক করা হয়েছে। ফরিদের লাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা


সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ চিকিৎসক।
রোববার বিকাল ৩টার দিকে ঢাকায় অবস্থিত কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যান। এক ঘণ্টার বেশি সময় ধরে তারা কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের দলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মো. আব্দুল জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা আহমেদ এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ।

বিমান ছিনতাইকারী পলাশের লাশ নিতে চান না মুদিদোকানি বাবা

ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক মো. পলাশ আহমদ র‌্যাবের তালিকাভূক্ত অপরাধী।সে নারী অপহরণ ও বিমান ছিনতাইয়ের মতো ঘটনায় নিজেকে জড়াবে এমনটি বিশ্বাস করতে পারছেন না বাবা মুদিদোকানি বাবা পিয়ার জাহান জর্দার।
পলাশের এমন অপকর্মে লজ্জিত বাবা পলাশের লাশ দেখতে চান না, এমনকি লাশ গ্রহণও করতে চান না।পলাশের পরিবারের কেউ লাশ দেখতেও যায়নি।
র‌্যাবের দেয়া তথ্যানুয়ায়ী, পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুরের দুধঘাটা গ্রামে। তার বাবার নাম পিয়ার জাহান সরদার।
সোমবার পলাশের বাবা পিয়ার সর্দার জানান, পলাশ ছোট থেকেই তাদের অবাধ্য সন্তান ছিল। সে বখে গিয়েছিল বহু আগেই।তবে সে বিমান হামলার যে ঘটনা ঘটিয়েছে তা খুবই দুঃখজনক। সেই সঙ্গে পরিবারের জন্য মানহানিকর। এসব অপকর্মের জন্য পলাশের লাশ তিনি দেখতে চান না এমকি বাড়িতেও নিতে চান না বলে জানান পিয়ার জাহান সরদার।তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পলাশের লাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
‘পলাশের লাশ আমি দেখতে চাই না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে’-যোগ করেন পিয়ার সর্দার।
পলাশের বখে যাওয়ার বিষয়ে পিয়ার সর্দার জানান, চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল পলাশ। একমাত্র ছেলে সন্তান হওয়ায় পলাশের প্রতি সবার একটু বেশি ভালোবাসা ছিল। এসব কারণে সবার আদরে সে বেপরোয়া হয়ে উঠে।
পলাশের মৃত্যুর খবর শোনে মা শয্যাশায়ী হয়ে পড়েছে জানিয়ে পিয়ার সর্দার বলেন, ‘পলাশের খবর শোনার পর থেকে তার মা শয্যাশায়ী। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন।
ছেলের বখে যাওয়ার বিষয়ে আক্ষেপ করে মুদিদোকানি বাবা বলেন, ছেলে যে সুপথে ফিরে আসে সেজন্য আল্লাহর কাছে নামাজের পর দোয়া করতাম। ছেলেকেও অনেক বুঝিয়েছি, কাজ হয়নি।
দুবাই যাওয়ার জন্য বাবার কাছ থেকে পলাশ টাকা নেন।গত শুক্রবার সে তার বাবাকে জানায় সে আর বাংলাদেশে থাকবে না দুবাই চলে যাবে। এ কারণে সে বাবার কাছ থেকে ৫০০ দিরহাম দাবি করে। বাবা সেই টাকা দেন।
পলাশ সোনারগাঁর তাহেরপুর মাদ্রাসা থেকে দাখিল পাস করে সোনারগাঁ ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়। এরপর সে আর পড়ালেখা করেনি।
পলাশকে ২০১২ সালে তরুণী অপহরণের অভিযোগ এবং ৮ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
সোমবার বেলা ৩টায় র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পলাশ আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। ২০১২ সালের মার্চে পলাশ আহমেদ ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তার অপরাধ ছিল, সে একজন নারীকে অপহরণ করে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। র‌্যাবের ক্রিমিনাল ডেটাবেইজে এ তথ্য লেখা আছে।
র‌্যাবের অপরাধী তথ্যভান্ডারের বিবরণ দিয়ে মুফতি মাহমুদ আরও জানান, পলাশের জন্ম ১৯৯৪ সালে। ২০১২ সালে যখন পলাশকে গ্রেফতার করা হয় তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। ওই সময়ই সে নিজেকে বিবাহিত বলে দাবি করে।
মুফতি মাহমুদ আরও জানান, বিমান ছিনতাই চেষ্টার ওই ঘটনার পর র‌্যাব-৭ ঘটনাস্থলে যায়। র‌র‌্যাবের বোমা ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করে।পলাশের শরীরে বিস্ফোরকসদৃশ যা পাওয়া গেছে তাতে কোনো বিস্ফোরক ছিল না।এটা ভুয়া একটা জিনিস ছিল, যেখানে ভুয়া তার-সার্কিট দিয়ে ভেস্টের মতো তৈরি করা হয়েছিল।
এর আগে সকালে এক মুঠোফোন বার্তায় র‌্যাবের পক্ষ থেকে পলাশের পরিচয় শনাক্ত হওয়ার বার্তা জানানো হয়।র‌্যাব জানায়, ছিনতাই চেষ্টাকারী ওই যুবকের নাম মো. পলাশ আহমেদ। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সে বিমানের ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল।
প্রসঙ্গত বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা পাইলট-ক্রুদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও যৌথবাহিনীর অভিযানে ব্যর্থ হয়েছে। রোববার বিকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর মধ্যাকাশে এ ঘটনা ঘটে।
এর পর অত্যন্ত সুকৌশলে ককপিটের দরজা বন্ধ করে বিমানটিকে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। সেখানে উদ্ধার অভিযানের সময় উড়োজাহাজে থাকা অস্ত্রধারী ছিনতাইকারীকে আহতাবস্থায় আটক করা হয়। পরে তার মৃত্যু ঘটে। এর আগে বিমানটির যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

৪৬ জন নেবে কৃষি মন্ত্রণালয়

কৃষি মন্ত্রণালয় বিভিন্ন গ্রেডে ছয়টি পদে ৪৬ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পদের নাম: সরেজমিনে তদন্তকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকারসহ অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদ সংখ্যা: ছয়টি পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/ কৃষি অর্থনীতি/ গণিত/ অর্থনীতি/ পরিসংখ্যান বা বাণিজ্যে স্নাতক/ সমমান পাসসহ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: প্রার্থীদের অনলাইনের (http://moa.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, বিকেল ৫টা।